এক নজরে তরফপুর
কালের স্বাক্ষী বংশায় নদীর তীরে গড়ে উঠা মির্জাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো তরফপুর ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ তরফপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। তরফপুর ইউনিয়ন পরিষদের উত্তরে বাসাইল উপজেলা হাতি রান্দা ইউনিয়ন, দক্ষিনে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন, পুর্বে মির্জাপুর উপজেলার বাসতৈল ইউনিয়ন, পশ্চিমে মির্জাপুর উপজেলার ফতেপর ইউনিয়ন অবস্থিত।
ক) নাম – ১২ নং তরফপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১১ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ২৪১৬৯ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ৮ টি।
ঙ) মৌজার সংখ্যা – ৩ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৭ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/হোন্ডা/বর্ষায় নৌকা
জ) শিক্ষার হার – ৯৫%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
মাদ্রাসা- ২টি। তরফপুর, পাথরঘাটা, মাদ্রসা
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – আজিজ রেজা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থানের সংখ্যা-
ক)মসজিদ ৪৫
খ) মন্দির ১৫
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ১টি। (ক) তরফপুর বনহরিণ বন
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০২ ইং।
ড) গ্রাম সমূহের নাম –
(১) তরফপুর (২) টাকিয়াকদমা, (৩) ছিটমামুদপুর, (৪) ডৌহাতলী, (৫) খলিয়াজানী, (৬) পাথরঘাটা (৭) তরফপুর শিরঘাটা, (৮) রামপুর
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস